More

    দুমকিতে গাঁজা বিক্রির সময় যুবক গ্রেফতার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর দুমকিতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা বিক্রির সময় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
    গ্রেফতারকৃত যুবক উপজেলার শ্রীরামপুর রাজাখালী এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন চৌকিদারের ছেলে মোঃ রুবেল হোসেন (২৫)।

    পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ এসআই মোঃ ‘তাওহীদ রেহমানে’র নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এসময় হাতেনাতে রুবেলকে গাঁজাসহ আটক করা হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আগামীকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মাদারীপুরের ডাসারে নরসুন্দরদের মাঝে লাইব্রেরীর সামগ্রী বিতরণ

    মো.নাসির উদ্দিন ফকির লিটন মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে সৈয়দা ইরন নাহার পাঠাগারের উদ্যোগে নরসুন্দর সেলুন দোকানিদের মধ্যে লাইব্রেরির সামগ্রী...