স্টাফ রিপোর্টার: বরগুনা জেলার বামনা থানাধীন ৯ নং ছোনবুনিয়ায় জমি জমা বিরোধের জের ধরে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭ টায় ছোনবুনিয়া বাজারের দক্ষিণ পাশে ব্রিজের উপরে এ হামলার ঘটনা ঘটে।
আহত মোঃ সিদ্দিকুর রহমান খান (৬৫) তিনি হলেন ওই গ্রামের বাসিন্দা মৃত আব্দুল রশিদ খান এর ছেলে। আহত মোঃ সিদ্দিকুর রহমান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মোঃ সিদ্দিকুর রহমান খান জানান তার ২০ শতাংশ জমি শামীম গং জোরপূর্বক দখল করার পাঁয়তারা করে আসছে।
এ বিষয়ে সিদ্দিকুর রহমান কোর্টে একটি মামলা দায়ের করে ২৩ সেপ্টেম্বর সকালে সেই মামলার তারিখ থাকায় সিদ্দিক কোর্টের উদ্দেশ্যে রওনা দিলে ছোনবুনিয়া বাজারের দক্ষিণ পাশে ব্রিজের উপর আসলে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা শামীম বাহিনী সিদ্দিক এর পথ রোধ করে মোঃ শামীম, মোঃ আবু জাফর, জামাল মাঝি, প্রিন্স মাঝি, মমতাজ বেগম, ও নুরুল হক সহ ১০/১২ জন মিলে হত্যার উদ্দেশ্যে রান্ধা, রড, শাবল ও লাঠি সোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে সাথে থাকা নগদ ক্যাশ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থান অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আরোও জানা যায় এই বিষয় নিয়ে আইনি প্রক্রিয়ায় গেলে সিদ্দিকুর রহমান খানকে গুম খুনের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানা যায়।