More

    শালিসদারদের রায়ে একটি পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদ

    অবশ্যই পরুন

    ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চরবলেশ্বর গ্রামে এক অসহায় পরিবারের বসতঘর ভাঙচুর করে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ঘর ভেঙে ফেলার পর ভুক্তভোগী পরিবারটি ঘরের মালামাল নিয়ে আজ দুপুরে অন্যত্র চলে গেছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফারুক সরদার ও জালাল সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে ৩৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত মঙ্গলবার স্থানীয়ভাবে শালিস বৈঠক বসে। অভিযোগ রয়েছে, বৈঠকে শালিসদাররা ঘর ভেঙে জমি বুঝিয়ে দেয়ার পক্ষে রায় দেন।

    এরই পরদিন বুধবার সকালে ফারুক সরদার, তার ছেলে আজিজুল, ইমরান ও সাকিলসহ কয়েকজন মিলে জালাল সরদারের ঘরের মালামাল বের করে দিয়ে বসতঘরটি ভেঙে ফেলেন। ভুক্তভোগী জালাল সরদার বলেন, ‘আমি আমার বাবা মোকলেস সরদারের কাছ থেকে ৩৩ শতাংশ জমি ক্রয় করেছি। গত ২০ বছর ধরে ওই জমিতে ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করছি।

    কিন্তু প্রতিবেশী ফারুক সরদার বারবার উচ্ছেদের হুমকি দিয়ে আসছেন। শালিসকারীরা ফারুকের পক্ষ নিয়ে আমাকে ঘর ছেড়ে দিতে বলেন। আজ সকালে ঘর ভাঙতে এলে বাধা দিলে তারা আমাকে হত্যার হুমকি দেয়।’ অভিযুক্ত ফারুক সরদার দাবি করেন, ‘শালিসি বৈঠকে জমি আমার নামে রায় হয়েছে। তাই শালিসদারদের নির্দেশে ঘর ভেঙে জমি বুঝে নিয়েছি।’

    তবে শালিসদার মন্টু মাস্টার বলেন, ‘শালিস বৈঠকে জালাল সরদারকে জমি ছেড়ে দেয়ার জন্য তিন মাস সময় দেয়া হয়েছিল। কিন্তু আজ হঠাৎ ঘর ভাঙার ঘটনা ঘটেছে, বিষয়টি দুঃখজনক।’

    এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। দু’পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    এবার সাময়িক বরখাস্ত চ্যালেঞ্জ করে রিট করলেন ১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা

    প্রতারণা করে ১৭ নারীকে বিয়ের অভিযোগে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ...