More

    ভাণ্ডারিয়ায় অটো চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধারকৃত গাড়ি মিলল খণ্ডবিখণ্ড অবস্থায়

    অবশ্যই পরুন

    ভাণ্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি দুর্ধর্ষ অটো চোর চক্রের মূল হোতাসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরিকৃত ব্যাটারিচালিত অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ ও ব্যাটারি উদ্ধার করা হয়। তবে উদ্ধারের আগেই চোর চক্রটি গাড়িটি কেটে যন্ত্রাংশ আলাদা করে ফেলেছিল।

    ​পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখ ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর গ্রামের ফারুক শিকদারের ছেলে সাইফুল আলম শিকদারের (৩৮) একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়। অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে গতকাল রাতে ভাণ্ডারিয়া থানায় বিষয়টি অবগত করেন ভুক্তভোগী মালিক।

    ​অভিযোগ পাওয়ার পরপরই ভাণ্ডারিয়া থানা পুলিশ অভিযানে নামে। প্রথমে চুরির সাথে সরাসরি জড়িত মূল অভিযুক্ত অটোরিকশা চালক মোঃ রায়হান জোমাদ্দারকে (২২) গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাণ্ডারিয়া মহিলা কলেজ সংলগ্ন এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে চক্রের বাকি চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

    ​গ্রেপ্তারকৃতরা হলেন:
    ​মোঃ রায়হান জোমাদ্দার (২২): বড় কানুয়া গ্রামের সালাম জোমাদ্দারের ছেলে (চক্রের মূল হোতা ও অটো চালক)।
    ​সুমন সিকদার (৪৫): নিজ ভাণ্ডারিয়া এলাকার মৃত সোহরাফ সিকদারের ছেলে।
    ​মোঃ নুরুল ইসলাম (৫৫): নিজ ভাণ্ডারিয়া এলাকার মৃত সুলতান খাঁ-র ছেলে।
    ​মোঃ বক্কার হোসেন (৩২): কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কল্যানপুর গ্রামের বাসিন্দা (বর্তমানে নিজ ভাণ্ডারিয়া এলাকার বাসিন্দা ও ভাঙ্গারি দোকানদার)।
    ​মোঃ শিপন ইসলাম (৩২): তিনিও কুষ্টিয়ার কুমারখালী থেকে এসে ভাণ্ডারিয়ায় ভাঙ্গারির ব্যবসার আড়ালে চোরাই মাল কেনাবেচায় জড়িত ছিলেন।

    ​গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে চুরিকৃত অটোরিকশার ব্যাটারি এবং কেটে ফেলা অটোরিকশার বিভিন্ন খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, চুরির পর দ্রুত গাড়িটি শনাক্তকরণ এড়াতে আসামীরা তা কেটে ভাঙ্গারি হিসেবে বিক্রির পরিকল্পনা করছিল।

    ​গ্রেপ্তারকৃত পাঁচ আসামীর বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে জামায়াতে ইসলামীতে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর যোগদান

    মো: মেহেদী হাসান: ঝালকাঠিতে জামায়াতে ইসলামীতে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর যোগদান এক নতুন রাজনৈতিক দিগন্তের সূচনা করেছে। ঝালকাঠি প্রতিনিধি জানিয়েছেন...