More

    আরাফাত রহমান কোকোর স্মরণে রাজাপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    অবশ্যই পরুন

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের গাজীরহাট বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার বিকেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও ঝালকাঠি-১ আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল আহাদ রুবেল গাজী। সভাপতিত্ব করেন গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম টুটুল গাজী। এ ছাড়া রাজাপুর ও কাঠালিয়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রাজাপুর বাঘরি নিউ স্পোটিং ক্লাব ও পুটিয়াখালী মিরেরহাট স্পোটিং ক্লাব। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন হাজারো ফুটবলপ্রেমী দর্শক।

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করেছে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ও গাজীরহাট যুবসমাজ। কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী ও সংগঠক। বিশেষ করে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে তাঁর অবদান অনস্বীকার্য।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাউফলে প্রশাসনের সামনে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, থামাতে গিয়ে এসআই আহত

    পটুয়াখালীর বাউফলে গ্রীষ্মকালীন ফুটবল খেলার অনুষ্ঠানে মো. আবদুল্লাহ আরাফাত নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করেছে অপর এক শিক্ষার্থী। এ...