মো:সৌরব বরগুনা: বরগুনা জেলার বামনা উপজেলায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন কর্নেল হারুনুর রশিদ খান (অবঃ), বিএনপির মনোনীত প্রার্থী। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন বাজার, হাট, জনবহুল স্থান ও গ্রামীণ অঞ্চলে ঘুরে ঘুরে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অভাব-অভিযোগ শোনেন।
গণসংযোগের সময় তার সঙ্গে বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়রা তাকে স্বতঃস্ফূর্তভাবে অভ্যর্থনা জানায়। ব্যবসায়ী, কৃষক, দিনমজুর ও তরুণ ভোটাররা কর্নেল হারুনুর রশিদ খানের হাত ধরে সমর্থন প্রকাশ করেন। তারা বলেন, “আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন সৎ, নিষ্ঠাবান এবং শিক্ষিত প্রার্থী চাই। কর্নেল হারুনুর রশিদ খান অত্যন্ত সৎ ও দেশপ্রেমিক মানুষ। আমরা তার পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”
কর্নেল হারুনুর রশিদ খান গণসংযোগকালে বলেন, “আমি বেতাগী উপজেলা থেকে গণসংযোগ শুরু করেছি। প্রতিটি ইউনিয়নের মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং তাদের সমস্যার কথা শুনেছি। আজ আমি বামনা উপজেলায় এসেছি। এখানেও প্রতিটি ইউনিয়নের হাট-বাজারে গিয়ে মানুষের সুখ-দুঃখ জানবো এবং চেষ্টা করব তাদের পাশে থাকার।”
তিনি আরও বলেন, “আমার কাছে রাজনীতি মানে মানুষের সেবা। জনগণের কল্যাণ ছাড়া রাজনীতির কোনো মূল্য নেই। আমি অতীতে যেমন জনগণের পাশে থেকেছি, ভবিষ্যতেও তেমনি থেকে যাব। বিএনপির প্রতীক ধানের শীষ শুধু একটি রাজনৈতিক প্রতীক নয়, এটি গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিশু-কিশোর, তরুণ-তরুণী ও নারীরাও তাকে অভ্যর্থনা জানান। অনেকেই জানান, কর্নেল হারুনুর রশিদ খান এলাকায় একজন গ্রহণযোগ্য, শিক্ষিত ও নির্লোভ নেতা। তার প্রার্থিতা এলাকায় নতুন আশার আলো জাগিয়েছে।
বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও আশাবাদ ব্যক্ত করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কর্নেল হারুনুর রশিদ খানের নেতৃত্বে ধানের শীষ বিজয়ী হবে। তারা বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। আর সেই পরিবর্তনের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব দরকার।
বামনা উপজেলার বিভিন্ন ইউনিয়নজুড়ে দিনব্যাপী এই গণসংযোগে ব্যাপক সাড়া পড়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, কৃষক, শিক্ষক, ছাত্র-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ কর্নেল হারুনুর রশিদ খানের প্রতি আস্থার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।