সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বরিশালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজনের লক্ষ্যে বরিশালের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে র্যাবের কর্মকর্তারা। সকালে বরিশাল নগরীর শ্রী শ্রী শংকর মঠ পূজা মন্ডপ পরিদর্শন করেন র্যাব ৮ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, সকলে যাতে নিরাপদে শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষ্যে সব ব্যবস্থা নেয়া হয়েছে। পূজা উপলক্ষে বরিশালে র্যাবের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। টহল, গোয়েন্দা নজরদারী, রিজার্ভ ফোর্স রাখা হয়েছে।
সাইবার মনিটরিং করা হচ্ছে পাশাপাশি সোশ্যাল মিডিয়াকে নজর দারির মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এ বছর বিভাগে দুই হাজার ১২৩, জেলায় ৬৪০ ও মহানগরীতে ৪৭ পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।