More

    চুরি হওয়া ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক : চুরি যাওয়া ফোন উদ্ধার করে চোরকে পুলিশের হাতে তুলে দিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

    বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাফি সিকদার।

    জানা গেছে- এরআগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্ববর) রাতে সাড়ে চারটার দিকে ববি ছাত্রদল কর্মী আবু হেনা মোস্তফা কামালের দপদপিয়া সেতুর টোলপ্লাজা সংলগ্ন মুক্তিযোদ্ধা সড়কের বাসা থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি চুরি হয়। এরপর বাসার সকল সিসি ক্যামেরা এবং আশে পাশের সকল সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে নগরীর চৌমাথা থেকে চোরকে ধরতে সক্ষম হয় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা কর্মীরা। বুধবার রাত ১১ টার দিকে ঝালকাঠির নাইম হাসান (২০) নামের এক চোরের কাছ থেকে ফোনটি উদ্ধার করা হয়।

    এরপর নাইমের কাছ থেকে ওই এলাকা থেকে চুরি হওয়া সকল মোবাইল ফোনের তথ্য সংগ্রহ করে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।

    বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীরা এক মোবাইল ফোন চোরকে থানায় সোপর্দ করেছে। আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নেছারাবাদে বিএনপির ৩১ দফা প্রচারে সমর্থকদের ধাওয়া দিয়ে ব্যানার ছিনিয়ে নেয়ার অভিযোগ

    পিরোজপুরের নেছারাবাদে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পিরোজপুর-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নপ্রত্যাশী মাহমুদ হোসেনের...