More

    বরিশালে পার্কে প্রবেশকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাদের হামলা

    অবশ্যই পরুন

    বরিশাল অফিস :: বরিশালের বেলস পার্ক গ্রীনসিটি পার্কে প্রবেশকে কেন্দ্র করে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে।

    শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় সময় টিভির ক্যামেরাপার্সন সুমন হাসান ও চ্যানেল ২৪-এর ক্যামেরাপার্সন শাকিল হাওলাদার পাপ্পু আহত হন। এর মধ্যে পাপ্পুর মাথায় গুরুতর আঘাত লাগায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহত সাংবাদিক সুমন হাসান জানান, পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে তিনি বেলস পার্ক এলাকায় গিয়েছিলেন। এ সময় মেয়েকে নিয়ে গ্রীনসিটি পার্কে প্রবেশ করতে চাইলে ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি বেল্লাল গাজী বাধা দেন। বেল্লাল দাবি করেন, তার সন্তানরা খেলছিল বলে অন্য কাউকে প্রবেশ করতে দেবেন না। একপর্যায়ে বেল্লালের সহযোগীরা জড়ো হয়ে তাকে ঘিরে ফেলে। তখন তার মেয়ে চিৎকার করলে চ্যানেল ২৪-এর ক্যামেরাম্যান শাকিল হাওলাদার পাপ্পু এগিয়ে আসেন। পরিচয় দেওয়া সত্ত্বেও উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠে তারা এবং দুই সাংবাদিককে মারধর করে।

    মারধরের এক পর্যায়ে পাপ্পুর মাথায় আঘাত লেগে তিনি রক্তাক্ত হন। পরে আরও কয়েকজন ছাত্রদল নেতা ঘটনাস্থলে এসে আবারও হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

    এ বিষয়ে সময় টিভির সাংবাদিক সুমন হাসান জানান, মেয়েকে নিয়ে পার্কে প্রবেশের সময় হঠাৎ ঘিরে ধরে হামলা চালায় ছাত্রদল নেতারা। পাপ্পু এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়। মাথা ফেটে সে গুরুতর আহত হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ততক্ষণে হামলাকারীরা সরে যায়।

    বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন,এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা বেল্লাল গাজী দাবি করেন,পার্কে কাউকে প্রবেশ করতে দেব না বলে আগে থেকেই নিরাপত্তা কর্মীকে কথা দিয়েছিলাম। এ নিয়ে তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তাতে একজন পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চুরি হওয়া ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল

    নিজস্ব প্রতিবেদক : চুরি যাওয়া ফোন উদ্ধার করে চোরকে পুলিশের হাতে তুলে দিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (২৪ সেপ্টেম্বর)...