More

    গলাচিপা প্রেসক্লাবের সভাপতি আর আমাদের মাঝে নেই

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, গলাচিপা প্রেসক্লাব এর সভাপতি, দৈনিক ইত্তেফাকের গলাচিপা উপজেলা সংবাদদাতা ও আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত (মলয় দত্ত) মৃত্যুতে গলাচিপাতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

    পারিবারিক সূত্রে জানা যায়, পটুয়াখালী থেকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে শুক্রবার, ২৬ সেপ্টেম্বর রাতে রাত ১১টা ৫৫ মিনিটে মাদারীপুর সদর হাসপাতাল তাঁর মুত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল প্রায় ৫৫ বছর। সে দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

    আজ গলাচিপার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামের পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য কার্য সম্পন্ন হবে।
    এদিকে তাঁর মৃত্যুতে গলাচিপা তথা পটুয়াখালী সাংবাদিক ও শিক্ষা অঙ্গনে শোকাবহ ও বেদনাদায়ক পরিবেশের সৃষ্টি হয়েছে।

    এছাড়াও গলাচিপার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ. শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।

    তাঁরা জানান, মলয় দত্ত ছিলেন সমাজের নিবেদিতপ্রাণ শিক্ষক, দায়িত্বশীল সাংবাদিক এবং সমাজের একজন আলোকিত মানুষ।তাঁর মৃত্যুতে গলাচিপাবাসীর অপূরণীয় ক্ষতি হলো।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএমপি কমিশনার ব্রিফিং প্যারেড

    বরিশালে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। বিষয়টি নিশ্চিত করেছেন (বিএমপি) মিডিয়া সেল। আজ...