বরিশালের আগৈলঝাড়ায় মাছ ধরতে গিয়ে এক মৎস্য শিকারীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠী গ্রামের কৃষ্ণ মন্ডলের ছেলে মৎস্য শিকারী কানাই মন্ডল (৩২) রোববার সারা রাত মাছ শিকার করতে বিভিন্ন স্থানে যায়।
সোমবার ভোর রাতে কানাই মন্ডল মাছ শিকার করতে একই গ্রামের কবিরাজ বাড়ির পুকুর পারে গিয়ে হঠাৎ চিৎকার দিয়ে তার মৃত্যু হয়। এই চিৎকারের সংবাদ শুনে পাশের বাড়ি রনজিৎ কবিরাজ ঘটনাস্থলে গিয়ে দেখেন কানাইয়ের লাশ জমির পানিতে পরে রয়েছে।
পরে পুলিশকে সংবাদ দিলে ওসি (তদন্ত) সুশংকর মল্লিক ঘটনাস্থল পরিদর্শণ করেন। এব্যাপারে ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, মৃত ব্যক্তির পরিবারের কোন অভিযোগ নেই। যার কারনে লাশ দাহের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।