More

    আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রোববার রাতে বারপাইকা শ্রীশ্রী সর্বজনীন দুর্গা মন্দির এবং কালুরপাড় সর্বজনীন দুর্গা মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

    এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বাইজিত সরদার, বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দসহ মন্দির কমিটির সদস্যরা।

    এসময় জেলা প্রশাসক বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পূজায় আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন এবং তাদের খেঁাজ খবর নেন। পাশাপাশি মন্দির কমিটির সদস্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পরে নিহত ৫, আহত ৩০

    অভারটেক করতে গিয়ে একটি ড্রাম ট্রাকের পিছনে ধাক্কা লেগে সীতাকুণ্ড বটতল এলাকায় যাত্রীবাহী বাস দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই...