More

    তিন মাস আগেই আমাকে মনোনয়ন দিয়েছেন তারেক রহমান- নুরুল ইসলাম মণি

    অবশ্যই পরুন

    আরিফ তৌহীদ:পাথরঘাটা প্রতিনিধি- বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মণি দাবি করেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে তিন মাস আগেই মনোনয়ন দিয়েছেন । শুধু তাই নয়, বরিশাল বিভাগের কারা কারা মনোনয়ন পেতে পারেন সেসব নামের একটি তালিকা ও তার কাছে চাওয়া হয়েছে বলে জানান তিনি ।

    সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নাচনাপাড়া ইউনিয়নের মাজহার উদ্দিন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে সম্মানিত আলেম-ওলামাদের সঙ্গে শুভেচ্ছা ও মত-বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।

    নুরুল ইসলাম মনি বলেন, স্বাধীনতার পর থেকে পাথরঘাটায় মন্ত্রী হওয়ার সুযোগ কারো আসেনি। এখন যে সুযোগ এসেছে, তা কেউ যেন হাতছাড়া না করেন। আপনারা আমাকে নির্বাচিত করলে আমি আমৃত্যু আপনাদের জন্য কাজ করে যাবো।

    অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও কিছু বিতর্কিত প্রশ্ন উত্থাপন করেন। তিনি জানতে চান দাঁড়ি-পাল্লায় ভোট দিলে কি জান্নাতে যাওয়া যাবে , আর না দিলে কি জাহান্নামে যেতে হবে? এছাড়া তিনি প্রশ্ন রাখেন কোনো স্ত্রী যদি স্বামীর কথা না মেনে ইসলামিক দলের প্রতীকে ভোট না দিয়ে অন্য প্রতীকে ভোট দেন , তবে কি সেই নারী জাহান্নামে যাবে?

    প্রশ্নের জবাবে ”আলেমরা বলেন কোন দলের প্রতীকের উপরে নির্ভর করে জান্নাত নির্ধারণ করা এটা সম্পূর্ণ ভিত্তিহীন প্রতীক কেবলমাত্র নমুনা ”

    নিজেকে ঈমান ও আমলের মধ্যে রেখে আত্মসমর্পণ করার মধ্যেই জান্নাত নিহিত রয়েছে।
    এ সময় তিনি আরও বলেন, ভিডিওতে দেখলাম, হাতপাখায় ভোট দিলে নাকি ভোট যাবে আল্লাহর রাসূলের কাছে। এসব দল চাচ্ছে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে। তারা চায় সময় মতো নির্বাচন না হোক । আর যদি নির্বাচন বিলম্ব হয় , তাহলে ফাঁক দিয়ে ভারত ঢুকে পড়বে।

    এই অনুষ্ঠানে জেলা ও উপজেলা ওলামা দলের সভাপতি, সম্পাদকসহ কয়েক শতাধিক ওলামা উপস্থিত ছিলেন। সভায় তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় বরগুনা জেলা ওলামা দলের সভাপতি মাওলানা শাহজালাল -রুমি বলেন, পিআর পদ্ধতি ইসলাম কখনও সমর্থন করেনি। কিছু নেতা তাদের স্বার্থ অনুযায়ী ইসলামকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান ‎

    ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মেদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল (কেশিয়ার) মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে জামায়াতে...