বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা লস্কর নুরুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে শহরের বগুড়া রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রিমু এই তথ্য নিশ্চিত করেন। তবে এই আওয়ামী লীগ নেতাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি ওসি।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক লস্কর নুরুল হকের বিরুদ্ধে জুলাই আন্দোলন সংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি পেশায় আইনজীবী হওয়ার সুবাদে বরিশাল আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের অন্যতমদের মধ্যে একজন।
রাজনৈতিক সূত্রে জানা গেছে, লস্কর নুরুল হক বরিশাল সিটির সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত এবং বরিশাল সদর আসনের সাবেক এমপি জাহিদ ফারুকের আস্থাভাজন ছিলেন। আওয়ামী লীগের শাসনামলে প্রতিটি বিতর্কিত নির্বাচনে তিনি দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
গত বছরের ৫ আগস্টের পরে বরিশালের নেতৃত্বসারির আওয়ামীলীগের নেতাকর্মীরা গ্রেপ্তার এবং জনরোষের ভয়ে নিজেদের আত্মগোপনে রাখলেও লস্কর নুরুল হক বগুড়া রোডের বাসায় অবস্থান করছিলেন। এবং একাধিক মামলায় অভিযুক্ত হয়েও তিনি এলাকায় প্রকাশ্যে ঘোরাঘুরি করেন।
কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, আওয়ামী লীগ নেতা নুরুল হকের বিরুদ্ধে বিএনপি অফিস পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সে সম্পর্কে তাৎক্ষণিক তথ্য দিতে পারেননি।
ওসি বলেন, রাতে খোঁজ-খবর নিয়ে জানতে হবে তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে। এরপরে বিস্তারিত বলা সম্ভব হবে।’