More

    বরিশাল কোতয়ালী মডেল থানার হাজত থেকে পালানো সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার হাজতখানা থেকে পালানো যুবলীগ নেতা জয় সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নগরীর কাউনিয়া কালাখান বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জয় সাহা নগরীর সদর রোড এলাকার বাসিন্দা।

    মিজানুর রহমান বলেন, জয় সাহার নামে আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়াও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

    তিনি আরও বলেন, গত ২১ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন রাত ১০টার দিকে তার স্ত্রী খাবার দিতে থানায় আসে। হাজতখানায় দায়িত্বরত গার্ড (কনস্টেবল) খাবার দিতে দরজা খুলতেই তাকে ধাক্কা মেরে থানা হাজত থেকে পালিয়ে যায় জয় সাহা।
    হাজত থেকে পালানো সেই যুবলীগ নেতা গ্রেপ্তার
    বদ্ধ ঘরে মা-মেয়ের অর্ধগলিত মরদেহ

    ওসি বলেন, তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নামে। সোমবার রাত ৯টার দিকে কাউনিয়া কালাখান বাড়ি এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান ‎

    ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মেদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল (কেশিয়ার) মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে জামায়াতে...