আশ্বিন মাসের মাঝামাঝি সময় মনোমুগ্ধকর সবুজে ভরা ধান ক্ষেতের পাতায় ভরে উঠেছে বাকেরগঞ্জ উপজেলার দিগন্ত বিস্তৃত মাঠ।
যেন পুরো মাঠ সবুজে মোড়ানো চাদরে ঘেরা, এ দৃশ্য বলে দেয় কৃষকের আগামী সোনালী স্বপ্নের প্রতিচ্ছবি। এ যেন এক মন ভুলানো সবুজে মোড়ানো নয়নাভিরাম দৃশ্য। যতদূর চোখ যায় শুধু সবুজের হাতছানি।
সাধারনত বর্ষার শেষ ভাগে আমন ধান রোপন শেষ করে কৃষকেরা।এবং আবহাওয়া অনুকূল থাকায় শরতের এই সময ধানের গাছের চারা গুলো সবুজের অপরুপ শোভা বর্ধন করে প্রকৃতিকে জানিয়ে দেয় কৃষককের আগামী সোনালী স্বপ্ন কেমন হবে।
কৃষকেরা এখন ধান গাছ পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আবহাওয়া অনুকূল থাকলে ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছেন এখানকার কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা সুনিতি কুমার সাহা জানান, এ বছর বাকেরগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়নে ১৫৩০০( হেক্টর) জমিতে উফশী এবং ১২০৫০ ( হেক্টর) জমিতে স্হানীয় জাতের ধানের আবাদ করেছেন কৃষকেরা। আবহাওয়া অনুকূল পরিবেশে থাকলে ২৭৫০০ ( মেঃ টন) ধান উৎপাদনের লক্ষ্য মাত্রা আশা করা হচ্ছে।
সরে জমিনে ঘুরে দেখা গেছে, স্থানীয় বাজারে কৃষি উপকরণ যেমন সার-বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতির দাম বেড়ে যাওয়া এবং উৎপাদিত কৃষি পণ্যের দাম কম থাকার কারণে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছপ অনেক কৃষক। এ কারনে পূর্বের থেকে বর্তমানে অনেক চাষী কৃষি কাজ ছেড়ে অন্য পেশায় নিযুক্ত হয়েছে।