মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলায় দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মজিদবাড়ি এলাকার দশানী সার্বজনীন দুর্গা মন্দির ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা, অগ্নিনির্বাপণ প্রস্তুতি এবং দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। একইসঙ্গে তিনি পূজায় আগত হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সকলকে আহ্বান জানান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন র্যাব-৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুলেয় আহমেদ, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন, কালকিনি থানার অফিসার ইনচার্জ কে.এম সোহেল রানা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামা প্রসাদ পাল মিন্টু, মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু ভবতোষ ভজন দত্ত, সাধারণ সম্পাদক বিপ্লব দাসসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার বলেন, “শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। প্রতিটি মণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। পূজার নিরাপত্তায় পুলিশ, র্যাব, আনসার ও ভিজিল্যান্স টিম নিরলসভাবে কাজ করছে।”
পূজা মণ্ডপ ঘিরে স্থানীয়দের মধ্যে ছিলো উৎসবের আমেজ ও ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত।