বাকেরগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান বলেছেন সাম্প্রদায়িক হিংসা বিভেদ দেশকে উন্নয়নের পথ থেকে অনেক দূরে ঠেলে নিয়ে যায়। তিনি বলেন আমরা সবাই বাংলাদেশী, এখানে স্বাধীনভাবে যে যার ধর্ম পালন করবে। সবাই সবার আনন্দ ভাগাভাগি করে নিবে, হবে ভ্রাতিত্বের বন্ধনে আবদ্ধ একটা জাতি।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার হিন্দু ধর্মীয় সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজার অষ্টমী পূজায় বাকেরগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপে সনাতন ধর্মীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান।
এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার,
সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহিন), উপজেলা বিএনপি’র ১ নং সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলি, সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, সাবেক ভিপি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন (দুলাল), উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান( বিপু), যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান( রুবেল) সহ বিএনপি ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
দুর্গা পূজার শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য আরো বলেন, জনগণের আন্দোলনের মাধ্যমে বিগত স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। জনগণের আন্দোলনে যে সরকারের পতন ঘটে সে সরকার আবার পুনরুজ্জীবিত হতে অনেক সময়ের ব্যাপার। আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা স্বাধীনভাবে চিন্তা ধারার যে সুযোগ পেয়েছেন সেই সুযোগটি গ্রহণ করুন। আমাকে সাহস দেন, শক্তিশালী করুন।ভোট আপনারা যাকে খুশি তাকে দেন, কারণ ভোট তো গোপন ব্যাপার, গোপন ব্যালটে হবে।
তিনি বলেন, আমাকে ভোট না দিলেও আপনাদের সাথে সম্পর্কের কোন ব্যত্যয় হবে না, সম্পর্কের কোন অবনতি হবে না। আমি আপনাদের পাশে আছি পূর্বে যেমন আপনাদের পাশে ছিলাম, আগামীতেও সকল বিপদে আপদে পাশে পাবেন ইনশাআল্লাহ।
আপনারা বিএনপিকে শক্তিশালী করেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছে ইনশাআল্লাহ সেই প্রত্যাশা পূরণ হবে।
যেখানে থাকবে না কোনো দুর্নীতি, জাতিতে জাতিতে বিভেদ, হিংসা, দ্বন্দ্ব। এবং এটা করতে হলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সহ আমাদেরকে একসাথে কাজ করতে হবে। এবং শহীদ জিয়ার আদর্শের সংগঠন বিএনপিকে শক্তিশালী করতে হবে।
আবুল হোসেন খান আরো বলেন, অতি শীঘ্রই বাকেরগঞ্জে, হিন্দু-খ্রিস্টান মিলন মেলার আয়োজন করা হবে, এই মিলন মেলার মাধ্যমে বাপেরগঞ্জে আমাদের সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। এখন অনেকে মনে করে আপনারা সংখ্যালঘু জাতি, কিন্তু না কোন জাতিকে সংখ্যালঘু বলে ছোট করা যাবে না, কারন আমরা জন্মসূত্রে সবাই বাংলাদেশীএবং একই দেশের নাগরিক।