More

    বরিশালে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :  ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশনের সামনে শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পরিবহনের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

    তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত রশিদ মোহরীকে (৫৫) উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।

    সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে (রশিদ) মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী যাত্রীবাহী সেভেন স্টার পরিবহন বাস পথচারী রশিদ মোহরীকে ধাক্কা দেয়।

    দুর্ঘটনার পরপরই চালক বাস ফেলে পালিয়ে গেলেও ঘাতক সেভেন স্টার পরিবহন নামের বাস জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় কৃষকদল নেতা হত্যা মামলায় জামায়াত নেতাদের আসামী করায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল লতিফ (৫৫) হত্যা মামলায় মসজিদের...