More

    টি-টোয়েন্টিতে মুস্তাফিজ এখন ‘ডট মাস্টার’

    অবশ্যই পরুন

    টি-টোয়েন্টি ক্যারিয়ারের শুরু থেকেই তার বোলিং মানেই যেন ডট বলের ছড়াছড়ি। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে মুস্তাফিজুর রহমানকে হাতছানি দিচ্ছিল অনন্য এক রেকর্ড। শারজাহতে আফগানদের বিপক্ষে নিউজিল্যান্ড পেসার টিম সাউদিকে ছাড়িয়ে গেছেন ফিজ। আন্তর্জাতিক টি-২০তে মোস্তাফিজই এখন সর্বোচ্চ ডট বলের অধিকারী।

    শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে এই রেকর্ডের মালিক হতে মুস্তাফিজের প্রয়োজন ছিল মাত্র চারটি ডট বল। ম্যাচের আগে তার ডট সংখ্যা ছিল ১১৩৫, আর শীর্ষে থাকা টিম সাউদির ছিল ১১৩৮।

    এদিন নিজের স্পেলের ১৮তম ওভারে কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেন ফিজ। ম্যাচে মোট ৭টি ডট বল দিয়ে তিনি সাউদিকে ছাড়িয়ে যান। ম্যাচ শেষে ১২০ ইনিংসে তার মোট ডট বলের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪২-এ। অন্যদিকে, ১২৩ ইনিংসে ১১৩৮টি ডট বল নিয়ে তালিকার দুইয়ে নেমে গেছেন সাউদি।

    এই তালিকার সেরা তিনেও আছেন একজন বাংলাদেশি। সাকিব আল হাসান ১০৭৮টি ডট বল নিয়ে আছেন তৃতীয় অবস্থানে। বাংলাদেশিদের মধ্যে এরপরই আছেন পেসার তাসকিন আহমেদ, তার ডট বলের সংখ্যা ৮৩৮।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    তিন ফরম্যাটে তিন সহঅধিনায়ক ঘোষণা বিসিবির

    তিন ফরম্যাটের ক্রিকেটের জন্য আগেই তিনজন অধিনায়ক বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ওই তিন ফরম্যাটের জন্য সহঅধিনায়ক...