More

    বরিশালে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ৫০০ টাকা নিলেন এসআই জাহিদ!

    অবশ্যই পরুন

    গ্রেপ্তারের ভয় দেখিয়ে এক ভুক্তভোগী পরিবারের কাছ থেকে ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এসআই জাহিদুল ইসলাম জসিমের বিরুদ্ধে। জাহিদুল বর্তমানে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় কর্মরত। অভিযোগের বিষয়ে কথা হলে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার সহকারী পুলিশ কমিশনার মার্জিয়া রহমান বলেন, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।

    এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ ইসলাম খান বলেন, আমি আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে ভেদুরিয়া এলাকায় শান্তিতে বসবাস করছি। আমার বাবা নূর জালাল খানের মৃত্যুর পর জমিজমা ও টাকাপয়সা নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছে। সম্প্রতি পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষ আমাকে ফাঁসাতে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মিথ্যা ও নাটকীয় মামলা দায়ের করে।

    যার নং (সিআর ২৬৪/২৫)। আদালতের বিচারক নূরুন নাজনীন আগামী ২৩ নভেম্বর ওই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন বন্দর থানা পুলিশকে। আদালতের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে তদন্তের নামে আমাকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে আমার স্ত্রীর কাছে প্রথমে ৫ হাজার টাকা দাবি করে এসআই জাহিদুল। একপর্যায়ে আমার স্ত্রীর কাছ থেকে নগদ ৫০০ টাকা হাতিয়ে নেয় জাহিদুল। আমি তখন কর্মস্থলে ঢাকা শহরে থাকায় বিষয়টি আমাকে মুঠোফোনে জানায় আমার স্ত্রী।

    সআই জাহিদুলের কারণে আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে আমি প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের কাছে আইনী সহায়তা ও সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। এ বিষয়ে মুঠোফোনে কথা হলে এসআই জাহিদুল বলেন, আপনারা (সংবাদকর্মী) কী আইন-আদালত? ওই মামলায় আমি যখন যাকে খুশী তাকে গ্রেপ্তার করতে পারবো। আদালত আপনাকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন, কিন্তু গ্রেপ্তার করতে বলেননি?

    এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালত কি বলেছে তা আপনার কাছ থেকে শিখতে হবে? আমাদের চেয়েও কী আপনারা আইন বেশি বোঝেন? এদিকে বরিশাল জজকোর্টের এ্যাডভোকেট আবিদা সুলতানা বলেন, আদালত মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলেছে, গ্রেপ্তার নয়।

    সুতরাং আমি মনে করি ভুক্তভোগীকে হয়রানি করছে ওই পুলিশ সদস্য। তাছাড়া আদালত যদি নালিশী দরখাস্ত পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের জন্য নির্দেশ দেন, তাহলে আসামীকে গ্রেপ্তারের সুযোগ রয়েছে। কিন্তু এখানে শুধু মামলার তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপা-কলাগাছিয়া (ধরান্দী) সড়কের বেহাল দশা, কর্তৃপক্ষের উদাসীনতায় জনদুর্ভোগ চরমে

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক গলাচিপা থেকে কলাগাছিয়া (ধরান্দী) পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে...