More

    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচীতে সুরক্ষিত বরিশাল বিভাগের ১১ হাজার রোগী

    অবশ্যই পরুন

    বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচীর বরিশাল বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জানান, বরিশাল বিভাগের ৬টি জেলায় চলমান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসুচীতে এখন পর্যন্ত ১১ হাজার রোগীকে হৃদরোগ ও স্ট্রোক এর ঝুঁকি থেকে সুরক্ষিত করেছে।

    উক্ত কর্মসূচীর অধীনে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার রোগীকে এ কার্যক্রমের অধীনে বেজিস্ট্রেশন করা হয়েছে। তারা আরও জানান, বরিশাল বিভাগের ৬ জেলার ৩৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মসূচী চলমান রয়েছে। এ কর্মসূচীর আওতায় জেলার ৩৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ NCD কর্ণার স্থাপনের মাধ্যমে এ সকল জেলার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত সকল রোগীদের জন্য একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে।

    একর্মসূচী-র আওতায় এ সকল জেলাস্থ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস-এ আক্রান্ত সকল যে কোন রোগী আজীবন বিনামূল্যে তার উপজেলাস্থ NCD কর্নার থেকে চিকিৎসা নিতে পারবেন বলেও জানান তারা। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে কর্মসুচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রন কর্মসূচীর প্রোগ্রাম ডাইরেক্টর অধ্যাপক ডাঃ সোহেল রেজা চৌধুরী ও সহযোগী প্রোগ্রাম ডাইরেক্টর ডাঃ মাহফুজুর রহমান ভুইয়া।

    এছাড়াও বরিশাল বিভাগের ৬ জেলার সকল সিভিল সার্জন, উপ-বিভাগীয় পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচীর বরিশাল বিভাগীয় টিমের সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাঃ রুহুল আমিন কর্মসূচীর বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না: প্রধান উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তারুণ্য ও...