বরগুনার আমতলীতে অপারেশনের মাধ্যমে চার প্যাঁচে জড়ানো নবজাতকের জন্ম হয়েছে। চিকিৎসকের সফল অপারেশন শেষে বর্তমানে নবজাতক শিশুটি সুস্থ রয়েছে। জটিল অপারেশন শেষে সুস্থভাবে ভূমিষ্ট হওয়ায় প্রসংশায় ভাসছেন চিকিৎসক। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত দশটার দিকে এই ঘটনা ঘটে উপজেলার দি মেডিনোভা ক্লিনিকে।
চিকিৎসক ছিলেন ডাঃ ডলি বিনতে হক। ভূমিষ্ট হওয়া নবজাতক একজন কন্যা শিশু। জানা গেছে, আমতলীর হলদিয়া ইউনিয়নের চিলা গ্রামের জাফর সরদারে স্ত্রী শিউলিকে ঐ ক্লিনিকে সিজারিয়ান অপারেশন চলছিল। সিজার চলার সময় নবজাতকের ভূমিষ্ট হওয়ার পর দেখা যায়। আম্বিলিক্যাল কর্ডটি চার ভাজে প্যাঁচানো অবস্থায় ছিল। নবজাতকের জটিল পরিস্থিতি সত্ত্বেও, ক্লিনিকের চিকিৎসক দল অত্যন্ত দক্ষতা এবং সফলতার সাথে অপারেশন সম্পন্ন করেছেন।
এবিষয়ে চিকিৎসক ডা: ডলি বিনতে হক বলেন, রোগী (শিউলি) খুবই ক্রিটিক্যাল অবস্থায় আসেন, আল্ট্রাস্নো করার পর রোগী সম্পূর্ণ পানি শূন্য অবস্থায় ছিলেন। রোগীর এই মারাত্মক অবস্থার পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমাদের পুরো দল অত্যন্ত পেশাদারিত্বের সাথে কাজ করেছে।’ তিনি আরও বলেন, মা এবং শিশুর সুস্থতা নিশ্চিত করার জন্য ক্লিনিকের নার্স এবং অন্যান্য স্টাফরা নিবিড় পরিচর্যা প্রদান করছেন। মা ও নবজাতক শিশু দুজনেই বর্তমানে সুস্থ আছেন।
রোগীর স্বজন ও স্থানীয়রা এই সফল অপারেশনের জন্য ডা: ডলি বিনতে হকসহ ক্লিনিকের চিকিৎসক দলকে প্রশংসা করছেন। তারা মনে করছেন, এ ধরনের চিকিৎসা সেবা তাদের এলাকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
