More

    বরিশালে মা ইলিশ রক্ষায় নৌবাহিনী, চার দিনে ১০৪ জেলের কারাদণ্ড

    অবশ্যই পরুন

    ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারা দেশের মতো বরিশালেও চলছে মা ইলিশ রক্ষার অভিযান। চলমান এ অভিযানে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো কাজ করছে নৌবাহিনী। ইলিশের নিরাপদ প্রজনন নির্বিঘ্ন করতে বরিশালের বিভিন্ন নদ-নদীতে অভিযান করেছে তারা। বুধবার (০৮ অক্টোবর) সকাল ১০টা থেকে কীর্তনখোলা নদী থেকে অভিযান শুরু করে নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্মার সদস্যরা।

    এরপর দুপুরের দিকে বরিশালের আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালান তারা। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় দুটি ট্রলারকে ধাওয়া করে নদী থেকে অবৈধ জাল জব্দ করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নৌবাহিনীর সদস্যরা।

    বানৌজা পদ্মার কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাফিউর রহমান জানান, মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা অনুসারে ২৫ অক্টোবর পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে। নৌবাহিনী ছাড়াও কোস্টগার্ড, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসন মা ইলিশ রক্ষায় কাজ করছে। দেশে আহরিত ইলিশ মাছের বড় একটি অংশ আসে বরিশাল বিভাগ থেকে।

    বরিশাল অঞ্চলে জেলেদের সংখ্যাও বেশি। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এ সময় নদীতে কিছু অসাধু জেলে মাছ ধরতে নামে। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী এই অভিযান চালানো হচ্ছে। নৌবাহিনীর ১৭টি যুদ্ধজাহাজ ৯টি জেলায় এই অভিযানে অংশ নিচ্ছে। এদিকে, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, অভিযানের শুরু থেকে চার দিনে বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ৬০০টি অভিযান পরিচালিত হয়েছে। এসময় ২৪৯টি অবতরণকেন্দ্র এবং এক হাজার ১০টি মাছঘাট, এক হাজার ৭১২টি আড়ত এবং এক হাজার ৯১টি বাজার পরিদর্শন করা হয়।

    এসব অভিযানে ১৯০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। যেখানে মোট ১৪৮টি মামলায় ৩ দশমিক ২২৭ লাখ টাকা জরিমানা এবং ১০৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে ১৩ দশমিক ৬৪৫ লাখ মিটার বিভিন্ন ধরনের জাল এবং শূন্য দশমিক ৮৪৪ টন ইলিশ জব্দ করা হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশে ২০০৩-০৪ সাল থেকেই জাটকা রক্ষার কর্মসূচি শুরু হয়।

    তখন থেকেই ধীরে ধীরে ইলিশের উৎপাদন বাড়ছিল। ২০০৮ সাল থেকে প্রথম আশ্বিন মাসে পূর্ণিমার আগে-পরে ১১ দিন মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে গবেষণায় দেখা যায়, শুধু পূর্ণিমায় নয়, অমাবস্যাতেও ইলিশ ডিম ছাড়ে। পরে পূর্ণিমা ও অমাবস্যা মিলিয়ে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হয়। সে অনুযায়ী গত ৪ অক্টোবর থেকে শুরু হয়েছে মা ইলিশ রক্ষার অভিযান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীর ‎দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ, ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধিঃ ‎পটুয়াখালীর দুমকীতে কৃষকের ২টি গাভী লুটের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন...