More

    বরিশাল-২ আসনে জামায়াত প্রার্থীর উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -২ (বানারীপাড়া, উজিরপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান”র উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১১ অক্টোবর) বিকালে ঢাকাস্থ বানারীপাড়া ফোরামের উদ্যোগে রাজধানীর ইকোনোমিক রিপোর্টাস ফোরাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাস্টার আব্দুল মান্নান বলেন, আমরা আপনাদেরকে সাথে নিয় মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত সবার বসবাস উপযোগী একটি মানবিক বানারীপাড়া গড়তে চাই।

    ঢাকাস্থ বানারীপাড়া ফোরামের সভাপতি মো:রফিকুল ইসলামের সভাপতিত্বে ও হাসানুল ইসলাম স্বপন এবং শাহাদাৎ হোসেন শাহজালালের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজধানীতে অবস্থানরত বানারীপাড়ার সকল ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

    এসময় বানারীপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাৎ,পৌর জামায়াতের আমির কাওছার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ, বানারীপাড়া ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজবাউদ্দিন লিটন,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মেহেদী হাসানসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিতিতে ছিলেন।

    সভার শুরুতে প্রধান অতিথি বরিশাল-২ আসনে জামায়াতের প্রার্থী মাষ্টার আব্দুল মান্নানকে ঢাকাস্থ বানারীপাড়া ফোরামের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বরণ করে নেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা গণতন্ত্র মঞ্চের

    আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির কাছে আসন না চাওয়ার কথা জানিয়েছে গণতন্ত্র মঞ। সব আসনে প্রার্থী দেয়ার পাশাপাশি নেতাকর্মীদের...