রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -২ (বানারীপাড়া, উজিরপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান”র উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকালে ঢাকাস্থ বানারীপাড়া ফোরামের উদ্যোগে রাজধানীর ইকোনোমিক রিপোর্টাস ফোরাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাস্টার আব্দুল মান্নান বলেন, আমরা আপনাদেরকে সাথে নিয় মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত সবার বসবাস উপযোগী একটি মানবিক বানারীপাড়া গড়তে চাই।
ঢাকাস্থ বানারীপাড়া ফোরামের সভাপতি মো:রফিকুল ইসলামের সভাপতিত্বে ও হাসানুল ইসলাম স্বপন এবং শাহাদাৎ হোসেন শাহজালালের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজধানীতে অবস্থানরত বানারীপাড়ার সকল ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বানারীপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাৎ,পৌর জামায়াতের আমির কাওছার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ, বানারীপাড়া ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজবাউদ্দিন লিটন,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মেহেদী হাসানসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিতিতে ছিলেন।
সভার শুরুতে প্রধান অতিথি বরিশাল-২ আসনে জামায়াতের প্রার্থী মাষ্টার আব্দুল মান্নানকে ঢাকাস্থ বানারীপাড়া ফোরামের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বরণ করে নেন।