বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মেহেদী হাসান।
টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ছরোয়ার আলম বিপ্লব। এসময় উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, স্থানীয় নেতৃবৃন্দ এবং অসংখ্য ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক রুবেল গোমস্তা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ বায়েজিদ হাসান, জোবায়ের আহম্মেদ ও কায়েস আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের উপদেষ্টা পরিষদ ও আয়োজক কমিটির সদস্যরা উদ্বোধক ও অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন মাহিলাড়া বাজার কমিটির ক্রীড়া সম্পাদক মোঃ জাফর হাওলাদার।