পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী ৫ দিনব্যাপী রাস মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে আন্দামানিক নদীর তীরে অবস্থিত পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করনে আশ্রমের যুব কমিটির সহ-সভাপতি শান্তি রঞ্জন মিত্র। বক্তব্য রাখেন, শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমের মূল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দাস, সুখ রঞ্জন তালুকদার, রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার, সাধারন সম্পাদক বিকাশ দাশ, অর্থ সম্পাদক সুজন কান্তি শিকদার ও দেবাশীষ সিকদার কালা প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবছরই শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রম আঙিনায় ঐতিহ্যবাহী শ্রীকৃষ্ণের রাস উৎসব ও মেলা উদযাপন হয়ে আসছে। এ বছরও আগামী ৪ঠা নভেম্বর রাস মেলা ও উৎসব অনুষ্ঠিত হবে। এ সময় শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রম মূল ও যুব কমিটির সদস্য বৃন্দ সহ রাস মেলা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কলাপাড়া শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম আঙিনায় ঐতিহ্যবাহী রাস মেলা ও কুয়াকাটার নীল জলে গঙ্গাস্নান উপলক্ষে প্রতিবছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু,সন্ন্যাসী, রাস ভক্তসহ লক্ষাধিক দর্শনার্থীদের আগমন ঘটে।