কলাপাড়া ( পটুয়াখালী) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৪.(কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় ইউনিয়নের ধানখালী মহের উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় এবং দলীয় সংগীত পরিবেশিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হারুন-অর-রশিদ এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল তালুকদার, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল তালুকদার, চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন সিকদার, হুমায়ূন কবির জুয়েল সিকদার, মোঃ সজল বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মুশফিকুর রহমান লিটু বিশ্বাস প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বশির হাওলাদার ও গোলাম মহিউদ্দিন। সভায় সভাপতিত্ব করেন চম্পাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জিয়ান মাতুব্বর।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে চম্পাপুর যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।