পিরোজপুরের প্রতিনিধি : কাউখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আহত মো: আলী (৩০) নামের এক যুবক মারা গেছে।তাকে রবিবার রাতে খুলনা ২৫০ শয্যা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত মেডিক্যাল অফিসার তাকে,আলীকে মৃত ঘোষণা করেন। নিহত আলী কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের বান্দাঘাটা এলাকার হাকিম হাওলাদারের ছেলে।
এ ঘটনায় রাতে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। জানাগেছে, রবিবার (১৯অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শিয়ালকাঠি বান্দাকাটা গ্রামে ডাকাত ডাকাত বলে কিছু লোকে চিৎকার করে আলীকে এলাকায় স্থানীয়রা ডাকাত সন্দেহে আলীকে আটক করে বেধড়ক মারপিট করেন। এর পরে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে তাকে গণপিটুনি দিয়ে আহত করে হাত পা বেধে ফেলে রেখে দেয়।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আলীকে উদ্ধার করে রাত ৯ টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাত সাড়ে ১২টার দিকে খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলীর মৃত্যু হয় তার। বাড়ি থেকে ডেকে এনে আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন আত্মীয়স্বজন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোলায়মান জানান, এ ঘটনায় আলীর স্ত্রী সোনিয়া বাদী হয়ে কাউখালী থানার একটি মামলা দায়ের করেছে। এ মামলায় এক জনকে গ্রেফতার করা হয়েছে।