More

    বিনামূল্যে বীজ ও সার পেল বরিশালের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক:  কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে আগাম শীতকালীন শাকসবজির (হাইব্রিড ও ইনব্রিড) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসারসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

    বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার বলেন, বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হচ্ছে, যাতে তারা আগাম মৌসুমে উন্নতমানের সবজি উৎপাদন করতে পারেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় বখাটের কাস্তের আঘাতে কলেজ শিক্ষার্থীর মুখমন্ডল ক্ষত বিক্ষত

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায়  বখাটের ধারালো কাস্তের আঘাতে জিদনী নামের এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।  বৃধবার (৩...