More

    বিনামূল্যে বীজ ও সার পেল বরিশালের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক:  কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে আগাম শীতকালীন শাকসবজির (হাইব্রিড ও ইনব্রিড) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসারসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

    বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার বলেন, বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হচ্ছে, যাতে তারা আগাম মৌসুমে উন্নতমানের সবজি উৎপাদন করতে পারেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নেছারাবাদে ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি ডিবির হাতে গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: নেছারাবাদ উপজেলায় বিপ্লব ফকির (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকে আসা একদল...