More

    ১৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন রিশাদ

    অবশ্যই পরুন

    বল হাতে তিনি ভরসার নাম। তবে ব্যাট হাতেও যে বড় শট খেলার দক্ষতা আছে তার, সেটা আগেই জানা হয়ে গিয়েছিল। তবে রিশাদ হোসেন সেই দক্ষতার সবচেয়ে ভালো পসরা সাজালেন আজ। ১৪ বলে ৩৯ রানের তাণ্ডব চালালেন ওয়েস্ট ইন্ডিজের ওপর। আর তাতেই ১৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

    আগের ম্যাচেই তিনি ব্যাট হাতে রুদ্ররূপ ধারণ করেছিলেন। ১৩ বলে ২৬ রানের এক ইনিংস খেলে দলকে ২০০ রানের মাইলফলক ছুঁইয়ে দিয়েছিলেন। তবে আজকের ব্যাটিং প্রথম ম্যাচের ওই ঝড়কেও যেন ছাড়িয়ে গেল। প্রথম ম্যাচের ওই ইনিংস যদি ‘ঝড়’ হয়, তাহলে আজকেরটা ‘সাইক্লোন’।

    তিনি যখন ক্রিজে আসেন, বাংলাদেশ তখন ধুঁকছে। ১৬৩ রানে নেই ৭ উইকেট। ওভার বাকি মোটে ৪টা। এমন পরিস্থিতি থেকে দলের ২০০ রানকেই মনে হচ্ছিল অনেক দূরের পথ।

    তবে রিশাদের এই ‘সাইক্লোনে’ অনেকটাই সহজ হয়ে যায় বিষয়টা। তিনি তার রুদ্ররূপটা আসলে দেখিয়েছেন শেষ দুই ওভারে। তিনি ব্যাট হাতে সেই দুই ওভারে তুলেছেন ৩৪ রান। ইনিংস শেষ করেছেন ৩টি করে ছক্কা আর চারে ৩৯ রান তুলে। ২৭৮.৫৭ স্ট্রাইক রেট নিয়ে ইনিংস শেষ করেন তিনি।

    তাতেই ১৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেন তিনি। বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে কমপক্ষে ২৫ রান করা ইনিংসগুলোর ভেতরে তার এই ইনিংসের স্ট্রাইক রেটই এখন সবচেয়ে বেশি।

    ২০০৬ সালে এই রেকর্ড গড়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। কেনিয়ার বিপক্ষে বগুড়ায় সেদিন বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডেতে ৩০০ রানের মাইলফলক ছুঁয়েছিল। আর তা সম্ভব হয়েছিল মাশরাফির ১৬ বলে ৪৪ রানের তাণ্ডবে ভর করে।

    তার ৮ বছর পর সে রেকর্ডটা ছুঁয়েছিলেন সাকিব আল হাসান। তিনিও সমান বলে সমান রান করেছিলেন। তার প্রতিপক্ষটা ছিল পাকিস্তান, মঞ্চটা ছিল এশিয়া কাপের।

    আজ সেই দুই রেকর্ডকে পেছনে ফেলে দেন রিশাদ। বাংলাদেশকে এনে দেন লড়াইয়ের পুঁজি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অযত্ন-অবহেলায় পায়রার নদীতে নষ্ট হচ্ছে সওজের-কোটি টাকার সম্পদ

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি:-পটুয়াখালীর দুমকিতে অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে সড়ক ও জনপদ বিভাগের অধীনে ফেরি বিভাগের কোটি...