জে এইচ রাজু, স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন নির্বাচনি এলাকা ভোলা-৪ আসনে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।
এরই ধারাবাহিকতায় বুধবার (২২ অক্টোবর) চরফ্যাশন পৌর শহরের ব্যবসায়ীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। এছাড়াও গত কয়েক সপ্তাহে নুরুল ইসলাম নয়ন স্থানীয় বাজার, ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ করেছেন। তিনি জনসাধারণের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন, তাদের সমস্যার কথা শুনছেন এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন।
স্থানীয় জনগণের মাঝে নয়নের এ ধরনের সরাসরি উপস্থিতি ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, তিনি একজন ‘মাঠপর্যায়ের রাজনীতিক ব্যক্তি’ যিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে থেকে তাদের সমস্যা উপলব্ধি করেছেন।
চরফ্যাশন পৌর শহরে ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎকালে উপজেলা বিএনপিসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।