ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি: ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন কমবে সম্পদের ক্ষতি’ এ স্লোগানে লালমোহনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় লালমোহন উপজেলা প্রশাসন এর আয়োজনে এক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসে শেষ হয়।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল হাসান লিটোল,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো: খোরশেদ ও লালমোহন উপজেলা উপসহকারী প্রকৌশলী নাজমুল হাসান,প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন লালমোহন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো:খলিলুর রহমান ইমন। এ সময় লালমোহন উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।