স্টাফ রিপোর্টার: পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বিশাল জনসভায় প্রধান বক্তা হিসেবে এমন মন্তব্য করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি হাসান মামুন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে চর বিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজার সংলগ্ন মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা।
চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাকের বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে হাসান মামুন বলেন, ৫ আগস্ট অভ্যুত্থানে প্রেক্ষাপট পরিবর্তনের পর নতুন কিছু রাজনৈতিক দল বিএনপি’র সাথে এসেছে আবার কিছু নতুন রাজনৈতিক দল বিএনপি’র বিপক্ষে অবস্থান নিয়েছেন। যে জামায়াতে ইসলামী গত ২২ বছর বিএনপি’র সাথে ছিল তারা এখন বিএনপি’র বিপরীতে অবস্থান করছেন।

খোদা না করুক কোন কারণে যদি আওয়ামীলীগ বাংলাদেশের নির্বাচনে আসে তাহলে এমনও তো হতে পারে জামায়াতে ইসলামীকে আবার বিএনপি’র সাথে জোট করতে বাধ্য হবে। এনসিপি’র সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী জোট করার আলোচনা চলতেছে। যদি তাদের সাথে জোট হয় তাহলে বিএনপি’র জোট থেকে অনেক রাজনৈতিক দল বেরিয়ে যেতে পারে।
সুতরাং জোট নোট ভোট যাই হোক না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি আগামী সংসদ নির্বাচনে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে তাহলে গলাচিপা উপজেলার চরকাজল, চরশিবা (সাংগঠনিক ইউনিয়ন), চরবিশ্বাস ও দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়ন নিয়ে একটি প্রশাসনিক থানা এবং পর্যায়ক্রমে উপজেলা করে এ অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক উন্নয়ন করা হবে বলে জানান।
এ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, চরকাজল, চরশিবা (সাংগঠনিক ইউনিয়ন), চরবিশ্বাস ইউনিয়নের সাংগঠনিক টিম লিডার উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম মোল্লা ও দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম শানু প্রমুখ।
এছাড়াও জনসভায় গলাচিপা উপজেলা, চরবিশ্বাস ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকাল ৩ টায় জনসভা শুরু হলেও দুপুর থেকেই জনসভা স্থলে নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামতে শুরু করে।
