আরিফ তৌহিদ, পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর সম্পত্তি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় তোফাজ্জল হোসেন ওরফে মোজাম্মেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার সকালে পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রবাসী ইব্রাহিমের বাবা নুরুল ইসলাম।

অভিযোগে জানা যায়, গত ২৯ আগস্ট রাতে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা এলাকায় অভিযুক্ত তোফাজ্জল হোসেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রবাসী ইব্রাহিমের জমির চারপাশে দেওয়া তারকাঁটার বেড়া কেটে জমি দখলের চেষ্টা চালান।
ভুক্তভোগী নুরুল ইসলাম জানান, প্রায় তিন বছর আগে তার ছেলে ইব্রাহিম ও পুত্রবধূ স্থানীয় কুদ্দুস শিয়ালির কাছ থেকে ৬ কাঠা জমি ক্রয় করেন। পরে তারা জমির চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে ঘর ও মাছের ঘের নির্মাণ করেন। সম্প্রতি প্রতিবেশী তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী রাতের অন্ধকারে বেড়া কেটে ফেলে এবং কাঁটাতারের অংশ নিয়ে যায়।
নুরুল ইসলাম আরও বলেন, “বেড়া কাটার পর থেকে তোফাজ্জল আমার ছেলেকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। তার আগে আমার ছেলের নামে মিথ্যা মামলা দিয়েও হয়রানি করেছে। তোফাজ্জলের জমিতে লাগানো গাছ এখন আমাদের জমিতে হেলে পড়েছে, যার ডালপালা ঘের ও বসতঘরে পড়ে ক্ষতি করছে। ফলে আমরা জমিতে চাষাবাদ বা মাছ চাষ করতে পারছি না।”
ঘটনার বিষয়ে চরদুয়ানী গ্রামের গ্রাম্য পুলিশ রাজু চৌকিদার বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রবাসী ইব্রাহিমের জমির তারকাঁটার বেড়া কেটে ফেলার বিষয়টি সত্য বলে জানতে পেরেছি। পাশাপাশি তোফাজ্জলের গাছের বিশাল ডালপালা নুরুল ইসলামের জমির ওপর ঝুলে রয়েছে, যার কারণে তারা সেখানে কিছু লাগাতে পারছেন না।”
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে তোফাজ্জল হোসেন বলেন, “কাঁটাতারের বেড়া ভাঙার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যেদিন ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে, সেদিন আমি ঢাকায় ছিলাম। তাছাড়া জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।”
প্রবাসী পরিবারের দাবি, প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া তারা এখন নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
