আরিফ তৌহীদ: পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় “টেকসই উন্নয়নের জন্য কার্যকর সমাধান প্রচারণা” শীর্ষক দিনব্যাপী কর্মসূচি আয়োজন করেছে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনটি স্থানীয় উদ্যোক্তা, পরিবেশপ্রেমী ও সাধারণ মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সবুজ শাকসবজি, প্রাকৃতিক ও ভেষজ উপাদানে তৈরি বিভিন্ন তেল, কাপড়ের ব্যাগ, কাগজের কলমসহ পরিবেশবান্ধব ও টেকসই জীবনধারার প্রতিফলন ঘটানো নানা পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীগুলোতে স্থানীয় নারী উদ্যোক্তা ও তরুণরা অংশ নিয়ে তাদের নিজ হাতে তৈরি পণ্যের ব্যবহারিক দিক ও পরিবেশগত গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই উন্নয়নের মূল লক্ষ্য হলো এমন এক ভবিষ্যত গড়া যেখানে প্রকৃতি, অর্থনীতি ও সমাজ—এই তিনটি ক্ষেত্রই ভারসাম্যপূর্ণভাবে বিকশিত হবে। স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব উদ্যোগগুলোকে উৎসাহিত করা হলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর অবদান রাখা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদ, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মো. ফারুক, মানবিক কর্মী মেহেদী শিকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন হোসেন, কৃষি কর্মকর্তা ও নজরুল স্মৃতি সংসদের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা আরও বলেন, টেকসই উন্নয়ন কেবল সরকারি উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং স্থানীয় সমাজ ও সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ ছাড়া এটি বাস্তবায়ন সম্ভব নয়। নজরুল স্মৃতি সংসদের এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা ও স্বনির্ভরতার বীজ বপন করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
