বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত নারীর নাম তানজিলা আক্তার, তিনি দুই দিন আগে ওই হাসপাতালেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি সন্তান জন্ম দেন।
পরিবারের সদস্যরা জানান, অপারেশনের পর থেকেই তানজিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং নিয়মিত রক্ত দিতে হচ্ছিল। শুক্রবার ভোর রাতে তার অবস্থার আরও অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তানজিলার স্বামী অভিযোগ করেছেন, “অপারেশনের সময় চিকিৎসকদের অবহেলায় আমার স্ত্রীর রক্তনালী কেটে যায়। এই অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে।”
তবে অভিযোগের বিষয়ে আরিফ মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বরিশাল ডট নিউজ বারবার যোগাযোগের চেষ্টা করলেও, তারা কোনো সদুত্তর দিতে পারেননি।
