More

    বরিশালে প্রসূতি নারীর মৃত্যু: চিকিৎসা অবহেলার অভিযোগ স্বামীর

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত নারীর নাম তানজিলা আক্তার, তিনি দুই দিন আগে ওই হাসপাতালেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি সন্তান জন্ম দেন।

    পরিবারের সদস্যরা জানান, অপারেশনের পর থেকেই তানজিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং নিয়মিত রক্ত দিতে হচ্ছিল। শুক্রবার ভোর রাতে তার অবস্থার আরও অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    তানজিলার স্বামী অভিযোগ করেছেন, “অপারেশনের সময় চিকিৎসকদের অবহেলায় আমার স্ত্রীর রক্তনালী কেটে যায়। এই অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে।”

    তবে অভিযোগের বিষয়ে আরিফ মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বরিশাল ডট নিউজ বারবার যোগাযোগের চেষ্টা করলেও, তারা কোনো সদুত্তর দিতে পারেননি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ ২০২৬ এর উদ্বোধন 

    মোঃ  জাহিদুল ইসলাম , বাকেরগঞ্জ :বাকেরগঞ্জ উপজেলার এক মাত্র ঐতিহ্য বাহী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিন ব্যাপী  ৬২...