মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার শিকার মঙ্গল গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন মানিকের মরদেহে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

শুক্রবার জুমা নামাজের পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন এ গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক, জেলা ও উপজেলা কমান্ডারসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ দাফন সম্পন্ন হয়।

