More

    পিরোজপুরে বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

    অবশ্যই পরুন

    পিরোজপুর প্রতিনিধি: ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে পিরোজপুর সার্কিট হাউসের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

    রিয়্যালিটি শহরে্রে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপাার সভাপতিত্বে,‎আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান এবং জেলা সমবায় অফিসার পংকজ কুমার চন্দ। ‎সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা সমবায় অফিসার কামরুননেছা সিথী, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক শরীফ মোখলেছুর রহমান, গৌরব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাহতাব উদ্দিন রিপন। ‎

    বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান বৃদ্ধি এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সমবায় খাতের ভূমিকা আরও সম্প্রসারিত করা জরুরি।

    ‎আলোচনা সভা শেষে সমবায় খাতে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৫ জন সফল সমবায় সংগঠন ও সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। র‌্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় দোকান মহাজনকে হাতুড়ি দিয়ে গুরুতর জখম: আটক-৩

    অপরাধীদের দ্রুত শনাক্ত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি করেন ভুক্তভোগীরা। এর আগে সন্ত্রাসীরা চাঁদা চেয়ে প্রাণ নাশের হুমকি...