পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের কলাখালী গ্রামে এক প্রবাসীর কেনা জমিতে বি এন পি দলীয় সাইনবোর্ড টানিয়েছে সিদ্দিক হাওলাদার নামে এক ব্যাক্তি। সে ওয়ার্ড বি এন পির নেতা। জমির মালিক প্রবাসী কাজী বাহাদুর জানান, তার বাড়ী কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামে।
বর্তমানে তিনি প্রবাসে বসবাস করছেন। তিনি কয়েক মাস আগে ১নং ওয়ার্ডের বাসিন্দা সিদ্দিক হাওলাদারের ফুফাতো বোনদের কাছ থেকে সোয়া ৪৩ শতক জমি ক্রয় করেন।
যার দলিল (নং ২৪৭৬/২৫)। কাজী বাহাদুর বলেন, আমার ছুটি শেষে আবার প্রবাসে চলে আসি। আমি প্রবাসে থাকায় সুযোগ নিয়ে সিদ্দিক হাওলাদার আমার ক্রয়কৃত জমিতে জোর করে বিএনপির সাইনবোর্ড টানিয়েছে। সে একজন ভুমিদস্যু। আমি বিভিন্ন জায়গায় এ বিষয়ে অভিযোগ করেছি।” এ বিষয়ে জানতে চাইলে কলাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি চান সরদার বলেন, “কাজী বাহাদুর বিষয়টি আমাকে জানিয়েছেন।
পরে আমি সিদ্দিক হাওলাদারের সঙ্গে কথা বলেছি। চান সরদার আরও বলেন, সিদ্দিক হাওলাদার যে ঐ স্থানে বিএনপির অফিস করার জন্য সাইনবোর্ড দিয়েছে তা আমরা দলীয়ভাবে কিছুই জানিনা। আমি তাকে বলেছি সাইনবোর্ড যেন আবার খুলে ফেলতে না হয়।
