জে এইচ রাজু স্টাফ রিপোর্টার:ভোলা চরফ্যাশন উপজেলাধীন আবুবকরপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ির মোস্তফা পঞ্চায়েতের ছেলে আবুবকরপুর ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মোহাম্মদ তামিম হোসেন (১৬) কে বা কাহারা হাত পা বেধে নির্জন পরিত্যক্ত একটি পুকুরে ফেলে চলে যায়,
তামিম বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে, পানির শব্দ শুনতে পেয়ে পার্শ্ববর্তী লোকজন রাত আনুমানিক ৮ দিকে তামিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়,
উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এবং আতঙ্ক বিরাজ করছে, তামিমের পরিবারের অভিযোগ পারিবারিক কলহ ও জায়গা জমি সংক্রান্ত ভাগ বন্টনে পূর্ব শত্রুতার জের ধরে তামিমকে হত্যা করতে চেয়েছিল,
এর পূর্বে ওই বাড়িতে টিটু নামে এক ছেলে গুম হওয়ার পরে আজও বাড়িতে ফিরিনি,উক্ত ঘটনায় শেখ ফরিদ ও খোকন সহ ৪ জনকে আসামি করে চরফ্যাশন জজকোর্টে অভিযোগ দাখিল করা হয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করছে।
