More

    ভোলায় হাত-পা বাঁধা অবস্থায় মাদ্রাসাছাত্র উদ্ধার

    অবশ্যই পরুন

    ভোলার চরফ্যাসনে তামিম (১৫) নামে এক মাদ্রাসাছাত্রকে হাত-পা বাঁধা অবস্থায় বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (০১ নভেম্বর) রাতে উপজেলার আবুবক্করপুর ইউনিয়নের রোদের হাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তামিম ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। সে আবুবক্করপুর আমিনা ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

    পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তামিমকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে ডোবায় ফেলে দেয়। স্থানীয়রা রাতেই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সে চিকিৎসাধীন। এ ঘটনায় রোববার (০২ নভেম্বর) সকালে আবুবক্করপুর আমিনা ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

    এ ঘটনার বিচার না হলে এলাকায় নিরাপত্তাহীনতা আরও বাড়বে বলে তারা আশঙ্কা করেন। দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে পিরোজপুর পৌরসভার একমাত্র...