More

    ঢাকা-বরিশাল মহাসড়কের সেতুটি দ্রুত সংস্কার দাবি

    অবশ্যই পরুন

    ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বরিশালের উজিরপুরে বামরাইল সেতু সংস্কারের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেয়। বেলা ১১টায় সেতুর ঢালে মানববন্ধন শেষে ইউএনওর দপ্তরে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, বামরাইল সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে চলাচল করে।

    এ রকম একটি সেতু বালুর বস্তার ওপর দাঁড়িয়ে থাকা মানে অনেক মানুষের প্রাণ ঝুঁকিতে ফেলা। অবিলম্বে সেতুটি সংস্কার এবং তার আগে বিকল্প সড়কের ব্যবস্থা করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাসদ উজিরপুর উপজেলা শাখার আহ্বায়ক আবুল কালাম মাস্টার।

    বক্তব্য দেন সংগঠনের উজিরপুর উপজেলা সদস্য সচিব মঞ্জুর মোর্শেদ, বরিশাল জেলার সাগর দাস আকাশ, অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম সর্দার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের লাকি বেগম, ওটরা ইউনিয়ন আহ্বায়ক হরিদাস রায়, সদস্য সচিব খোকন গাজী প্রমুখ। বামরাইল সেতুর নিচের তিনটি গার্ডারের দুটিতে ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়া রোধ করতে আপাতত নিচে বালুর বস্তা রাখা হয়েছে।

    সেতুটি ভেঙে পড়লে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে। সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি কক্সবাজারে একটি সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করা ও ডাকাতি রোধে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে গণসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয় পদযাত্রাটি।

    পরে নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে নির্মাণাধীন খুরুশকুল-ভারুয়াখালী সংযোগ সেতুর কাছে সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, ২০২১ সালের জানুয়ারি মাসে ওই সেতুর নির্মাণকাজ শুরু হয়েছিল। প্রায় ৫ বছর পার হতে চলল; এখনও ৪০ শতাংশের বেশি কাজ বাকি। আগামী তিন মাসের মধ্যে সেতুটির নির্মাণকাজ শেষ করার দাবি জানান তারা। না হলে এলাকাবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ভারুয়াখালী-রশিদনগর সড়কে সাম্প্রতিক সময়ে ডাকাতি বেড়েছে উল্লেখ করে বক্তারা বলেন, ডাকাতি বন্ধের জন্য এই এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে।

    পরে সেখানে তাদের দাবির বিষয়ে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। সাংবাদিক ইফতেখারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ বদরুল আলম, মিজানুর রহমান, জহিরুল ইসলাম, সরওয়ার কামাল প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ৩৭ কারাবন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার

    যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্তদের মধ্যে যারা রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সাজা ভোগ করেছেন, এমন ৩৭...