More

    উজিরপুরে ইয়াবাসহ যুবক আটক

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে ইয়াবাসহ জাহাঙ্গীর সিকদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে একই উপজেলার ওটরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আব্দুর রব সিকদারের ছেলে। রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের খাঁটিয়ালপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে উজিরপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন, পিএসআই সুশান্ত বিশ্বাস ও এএসআই বেল্লাল হোসেন ওই এলাকায় অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীরকে সন্দেহভাজন আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৪পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আটককৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, আটককৃত জাহাঙ্গীরকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...