ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বৃদ্ধকে উচ্ছেদ অভিযানের ঘটনাকে ঘিরে বিতর্কের পর এবার নতুন এক ভিডিওতে আলোচনায় এসেছেন ডাকসুর সদস্য সর্ব মিত্র চাকমা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে তাকে মজার ছলে তৈরি এক ট্রল বা মিম ভিডিওর শুটিং করতে দেখা যায়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সর্ব মিত্র তার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন।
এতে দেখা যায়, এক শিক্ষার্থী অভিযোগ করছে—একজন বয়স্ক ব্যক্তি তার মোবাইল ফোন নিয়ে পালিয়েছেন। তখন সর্ব মিত্র হাস্যরসের ভঙ্গিতে বলেন, “শান্ত হও! মুরুব্বী মানুষ যা করছে, ঠিকই করছে। সিনিয়র সিটিজেন হিসেবে উনার কাজকে সম্মান জানানো উচিত।” শিক্ষার্থী অবাক হয়ে জিজ্ঞেস করলে—“আমার ফোন নিয়ে গেছে, তবুও সম্মান জানাব?”
সর্ব মিত্র উত্তর দেন, “অবশ্যই, মুরুব্বী মানুষ যা করবে, সেটাই ঠিক।” ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক ঘণ্টার মধ্যেই হাজার হাজার ব্যবহারকারী তা শেয়ার করেন।
হাস্যরসাত্মক এ ট্রল ভিডিও ঘিরে কেউ কেউ সেটিকে স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক উপস্থাপনা হিসেবে দেখছেন, আবার কেউ সমালোচনাও করছেন। এর আগে ক্যাম্পাসে ‘মাদকবিরোধী অভিযান’ চলাকালে এক বৃদ্ধকে সরিয়ে দেওয়ার ঘটনায় সর্ব মিত্রকে ঘিরে তীব্র আলোচনা তৈরি হয়েছিল।
