More

    তিন দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

    অবশ্যই পরুন

    কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ইঞ্জিন বিকল একটি মাছধরা ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

    শনিবার (৮ নভেম্বর) দুপুরে টহল অভিযানের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ সাগরে ভাসমান ওই ট্রলারটি শনাক্ত করে উদ্ধার অভিযান পরিচালনা করে।

    নৌবাহিনী জানায়, কুতুবদিয়া লাইটহাউজ থেকে প্রায় ২০ মাইল দূরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে জেলেরা সাগরে ভাসমান ছিলেন। বিপদগ্রস্ত জেলেরা নৌবাহিনীর জাহাজের দৃষ্টি আকর্ষণ করলে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে অংশ নেওয়া নৌ সদস্যরা দ্রুত ট্রলারসহ জেলেদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা, খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের ও ট্রলারটিকে নিরাপদে তীরে এনে পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

    উদ্ধার হওয়া জেলেরা জানায়, গত ৬ নভেম্বর থেকে ইঞ্জিন বিকল অবস্থায় তারা গভীর সমুদ্রে তিন দিন ধরে আটকা পড়ে ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ

    দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে রোববার (৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু...