More

    সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে — আবুল হোসেন খান

    অবশ্যই পরুন

    বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বরিশাল -৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন,​ “জাতীয়তাবাদী আদর্শ সবসময়ই সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার ও নিরাপত্তায় বিশ্বাসী।

    তিনি বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই অসাম্প্রদায়িক রাজনীতির ধারক ও বাহক যেকোনো মূল্যে বাকেরগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোচ্চার। বিএনপি সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

    ৯ নভেম্বর শুক্রবার বাকেরগঞ্জ উপজেলা বিএনপির হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের উদ্যোগে আয়োজিত সকল ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করতে ঐক্যফ্রন্টের সভাপতি নিমাই কীর্তনীয়া।

    সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, এদেশে কেউ সংখ্যা লঘু নয়, সবাই আমরা বাংলাদেশী। বিএপি এ দেশের সব ধর্মীয় জনগোষ্ঠীর নিরাপত্তা বিধানে সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এদেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকল সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীরা সব সময় পাশে ছিল এবং সার্বিক সহযোগিতা করেছে।

    ​অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান বাকেরগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিএনপির সংহতি পুনর্ব্যক্ত করেন।

    ​সভায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নবগঠিত ইউনিয়ন কমিটির নেতারা তাদের বক্তব্যে উপজেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা তৃণমূল পর্যায়ে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর যেকোনো ধরনের হয়রানি রুখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং আগামী দিনে বিএনপির সকল গণতান্ত্রিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।

    মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপি’র সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, , বরিশাল জেলার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যানফ্রন্টের আহবায়ক মন্টু চন্দ্র বৈদ্য, সদস্য সচিব কলিন্স রায়, উপজেলা সদস্য সচিব গোপাল চন্দ্র দাস সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সকল ইউনিয়ন কমিটির নতুন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জামায়াত নেতার বাড়িতে আগুন

    বরিশালের মেহেন্দিগঞ্জে এক জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ককটেল ফাটিয়ে পালিয়ে যায় তারা। শনিবার (০৮ নভেম্বর)...