More

    রাজধানীতে ভোরে দুই বাসে আগুন

    অবশ্যই পরুন

    রাজধানীতে ভোরে পৃথক স্থানে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

    সোমবার (১০ নভেম্বর) ভোরের দিকে মেরুল বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আকাশ পরিবহনের একটি বাসে এবং শাহজাদপুর বাঁশতলায় ভিক্টর ক্লাসিক নামের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে সেটি জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। পরে পুলিশ বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, বিপর্যস্ত জনজীবন

    বরিশালে জেঁকে বসেছে শীত। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড...