More

    শেখ হাসিনাকে জিয়াউর রহমানের ‘অর্ধাঙ্গিণী’ বলা সেই বিএনপি নেতাকে শোকজ

    অবশ্যই পরুন

    নিজ ভাষণে শেখ হাসিনাকে জিয়াউর রহমানের ‘অর্ধাঙ্গিণী’ বলে উল্লেখ করায় কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি।   বিজ্ঞাপন নোটিশে দলের মধ্যে নেতিবাচক প্রভাব এবং দলের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

    সোমবার (১০ নভেম্বর) এ নোটিশ পাঠানো হয়েছে বলে জেলা বিএনপির কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।   বিজ্ঞাপন জানা যায়, গত ৭ নভেম্বর তিতাস উপজেলার গাজীপুরে তিতাস ভবনে  বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম একটি বক্তব্য রাখেন। ১১ সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘জিয়াউর রহমানের অর্ধাঙ্গিণী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা ভরে স্বরণ করছি’। তখন সাংবাদিকদেরকে ভিডিও বন্ধ করার জন্য বলেন উপস্থিত নেতৃবৃন্দ।

    এ বিষয়ে মেহেদি হাসান সেলিম তার ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে লিখেছেন, প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। ৭ নভেম্বর ২০২৫ ইং তারিখ, সকাল ১১টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের তিতাস ভবনে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাধীনতার মহান ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছিলাম। তখন ভুলক্রমে বক্তব্যের শেষ পর্যায়ে আমি অন্য একটি নাম উল্লেখ করি

    সাথে সাথে ভুল বুঝতে পেরে উপস্থিত নেতৃবৃন্দের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। এটি ছিল একটি স্লিপ অব টাং এবং আমার অজান্তে এই ভুলটি ঘটে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ডেঙ্গুতে মৃত্যুর অর্ধেকের বেশি তরুণ

    দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩০৭ জনের মৃত্যু হয়েছে,...