রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নিহত উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আঃ লতিফের শোকসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকালে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করফাকর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
সৈয়দকাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও যুবদলের আহবায়ক আঃ রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা কৃষকদলের সভাপতি মহসিন আলম, বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর খান, পৌর বিএনপির সভাপতি ইমরান সালেহ প্রিন্স,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল,সিনিয়র সহসভাপতি আঃ সালাম প্রমুখ।
এছাড়াও অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার, সদস্য সচিব মিজান ফকির, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক সহিদুল ইসলাম,উপজেলা মহিলা দলের সভাপতি ডেইজি বেগম, ,সৈয়দকাঠী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও বাজার পরিচালনা কমিটির সভাপতি দুলাল হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম প্রমুখ। প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে আসরের নামাজের পরে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় দেলোয়ার হোসেন ঘরামীর সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল লতিফের (৫৫)।
একপর্যায়ে দেলোয়ার হোসেন ঘরামীর নেতৃত্বে তাকে মারধর করে আহত করা হয়। গুরুতর আহত আবদুল লতিফকে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বানারীপাড়া থানায় দেলোয়ার হোসেন ঘরামীসহ বেশ কয়েকজন স্থানীয় জামায়াত নেতা-কর্মীকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়।
